
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আসানসোল–বার্নপুরে আয়কর অভিযান জারি। দ্বিতীয় দিন বার্নপুরের পুরানহাটে ইমতিয়াজের হিসাবরক্ষক পঙ্কজ আগরওয়ালের বাড়িতে আয়কর আধিকারিকদের ম্যারাথন তল্লাশি। এখনও তল্লাশি জারি রয়েছে ধরমপুরের লোহা ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজের বাড়িতে। বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ইমতিয়াজের বিরুদ্ধে। রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি শেষ হয়েছে বুধবার রাতেই।